EIIN: 110013
18/09/2024 7:13 PM

 

আখরাইল উচ্চ বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামে প্রতিষ্ঠিত। ১৯৫৯ সালে আখরাইল গ্রামের ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান মীর মোঃ রোস্তম আলী সাহেব ১(এক) একর ২০ (বিশ) শতাংশ জমিদান করে বিদ্যালয়টি ১৯৫৯খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। উনার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ০১/০১/১৯৬৪ সনে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সীকৃতি লাভ করে এবং ০১/০১/১৯৬৭ সন থেকে মাধ্যমিক হিসাবে সীকৃতি লাভ করার পর এস.এসসি পরীক্ষায় অংশগ্রহন শুরু করে। অতপর বিদ্যালয়ের মাঠটির কলেবর বৃদ্ধিতে ১৯৭২সনে মাঠটির উত্তর পার্শ্বে প্রতিষ্ঠানের অর্থায়নে আরও ৪০শতাংশ জমি ক্রয় করা হয়। ১৯৬৮সনে প্রতিষ্ঠিত একমাত্র বিজ্ঞানাগারটি দীর্ঘ দিন পরিত্যাক্ত থাকার পর ২০১২ সনে ধ্বসে পরে । ধ্বসে পরা ভবনটির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে মাননীয় জাতীয় সংসদ সদস্য (ত্রিশাল) জনাব এডভোকেট রেজা আলী সাহেব ২০১২ সনে ৫৭ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক একটি ভবন নির্মানের ব্যবস্থাগ্রহন করেন এবং উপযুক্ত জায়গায় ভবনটি স্থাপন করা হয় ২০১২ সনে ৪জন জমিদাতা ১২ শতাংশ দান করলে বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমাণ মোট ১ একর বাহাত্তর শতাংশ। বর্তমানে বিদ্যালয়টিতে নতুন পুরাতন মিলে মোট ভবন সংখ্যা ৩টি। শিক্ষক ও কর্মচারীর সংখ্যা মোট ১৭জন। ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট ৫৩৯জন। (ছাত্র- ২৫২ জন এবং ছাত্রী-২৮৭জন) প্রতিবছর জে.এসসি ও এস.এসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়ে আসছে। বিদ্যালয়টিতে ২টি কম্পিউটার সহ একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর রহিয়াছে এবং প্রতিনিয়ত ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান করানো হচ্ছে।

বিদ্যালয়টিতে ১২টি সৌচাগার ও একটি নলকুপ এবং বিদ্যুৎ চালিত একটি মটর রহিয়াছে। লাইব্রেরীতে প্রায় দুই হাজার বই সংরক্ষিত এবং প্রয়োজনী বৈজ্ঞানিক সরঞ্জামাদি রহিয়াছে।

Scroll to Top